এড. মোঃ নাসির আহ্বায়ক ॥ ফরহাদুল ইসলাম পারভেজ সদস্য সচিব
বাংলাদেশ যুব মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের ভূইয়া ম্যানশনের ৫ম তলায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুব মৈত্রীর আহ্বায়ক এড. মোঃ নাসির।জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী, যুব মৈত্রী নেতা শরীফ আহমেদ খান, কাজী তানভীর আহমেদ শিপন, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে এড. মোঃ নাসিরকে আহ্বায়ক, শরীফ আহমেদ খান ও কাজী তানভীর আহমেদ শিপনকে যুগ্ম আহ্বায়ক এবং ফরহাদুল ইসলাম পারভেজকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দীপক চৌধুরী বাপ্পী, আমজাদ হোসেন দুলাল, দ্বিজেন ঘোষ, সঞ্জয় রায় পোদ্দার, মনিরুল ইসলাম মানিক, আরমান উদ্দিন, মোঃ বাছির মিয়া, অপূর্ব দেব, সন্তোষ ঋষি দাস, মোঃ সোহেল মিয়া, অলিউর রহমান কামাল, মাধব মল্লিক প্রমুখ। পরে আশুগঞ্জ, সরাইল, আখাউড়া, কসবা, নাসিরনগর, নবীনগর উপজেলা থেকে সদস্য কো-অপ্ট করা হবে।
সভায় বক্তারা বলেন- প্রতিবছর প্রায় ৭০ হাজার থেকে ৮০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়। সভায় বিদেশে অর্থপাচার বন্ধ, পাচারকৃত অর্থ উদ্ধার, ঋণখেলাপীর ঋণ আদায় করে উক্ত টাকা শিক্ষা, কৃষি, কর্মসংস্থানে বিনিয়োগ ও বেকারদের বেকার ভাতা প্রদানের দাবী জানানো হয়। বক্তারা বলেন- ৫৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব দ্রুত তদন্ত করে প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হোক। বক্তারা স্বাস্থ্যখাতসহ সকল সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। এছাড়া সাম্প্রতিক তান্ডবে ক্ষতিগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়ে মাদ্রাসা সকল এতিমখানার লিল্লাহ বোর্ডিংয়ের ব্যয় ভারের দায়িত্ব সরকারকে গ্রহণ করার দাবি জানান।