ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামিসহ সকল সাংবাদিকদের উপর বর্বরোচিত হামলা এবং হেফাজতি তান্ডব এর বিচার বিভাগীয় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর। বুধবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মনজুরুল আলম এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনে সহ-সভাপতি আল আমিন শাহীন, আ,ফ,ম কাউসার এমরান, সাংবাদিক ইউনিয়ন এর আহবায়ক মো. মনির হোসেন, আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি মোঃ আক্তারুজ্জামান রঞ্জন, আখাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হান্নান খাদেম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, এশিয়ান টিভি’র স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজ, আনন্দ টিভি’র স্টাফ রিপোর্টার মনির হোসেন টিপু প্রমুখ।