বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ

@নিজস্ব প্রতিবেদক:

গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রেস ক্লাবের মিলনায়তনে ভোট গ্রহণ চলে। এতে প্রেসক্লাবের ৩৭জন সদস্য ১১টি পদের মধ্যে ৮টি পদে ভোট প্রদান করেন। এরমধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী কমিটির সদস্য পদে জয়লাভ করেছেন ফরহাদুল ইসলাম পারভেজ।

নির্বাচনের ১১টি পদে তফসিল ঘোষণার পর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে রিয়াজ উদ্দিন জামি, দপ্তর সম্পাদক পদে শাহজাহান সাজু এবং পাঠাগার সম্পাদক পদে এইচ এম সিরাজ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক সহ বাকী ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য ২টি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।
তারা হলেন, দেশরূপান্তরের মনির হোসেন, দৈনিক আলোকিত বাংলাদেশ’র ফরহাদুল ইসলাম পারভেজ ও একুশে টিভির মীর মো. শাহীন।
বিকেলের ভোট গণনা শেষে ঘোষণা করা ফলাফলে জানা যায়, ৩জনের মধ্যে ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মো. শাহীন কার্যনির্বাহী কমিটির সদস্য পদে জয়লাভ করেছেন। প্রাপ্ত ভোট অনুযায়ী প্রেস ক্লাবের ৩৭টি ভোটের মধ্যে সর্বাধিক ৩৪টি ভোট পেয়েছেন ফরহাদুল ইসলাম পারভেজ। এছাড়াও মীর মো. শাহীন পেয়েছেন ২৩ ভোট ও মনির হোসেন পেয়েছেন ১২ ভোট।

এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও প্রেস ক্লাব নির্বাচন-২০২৩ এর নির্বাচন কমিশনার গোলাম মোস্তফা মুন্না।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments