শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়ামওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে দেশপ্রেমিক শক্তির ঐক্য...

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে দেশপ্রেমিক শক্তির ঐক্য প্রয়োজন

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ায় মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ভাসানী চর্চা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভাসানী চর্চা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার সংগঠক সাংবাদিক আবদুন নূর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহাম্মদ তফছির, জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈমুর রেজা মোঃ শাহজাদ, বীর মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, জেলা বিপ্লবী ছাত্রমৈত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি প্রদ্যোৎ নাগ, জেলা জাতীয় কৃষক খেতমজুর সমিতির সভাপতি হাজী আবদুস সোবহান মাখন, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানীকে বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলার সচেতন প্রয়াস অব্যাহত আছে। প্রতিক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দল মওলানা ভাসানীকে স্মরণ করলেও তারা ভাসানীর আদর্শকে লালন করে না। বক্তারা বলেন, যতদিন দেশে শোষণ বঞ্চনা থাকবে,যতদিন কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি না মিলবে, যতদিন বৈষম্যহীন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত না হবে ততদিন মওলানা ভাসানী এ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক। বক্তারা মওলানা ভাসানী থেকে প্রেরণা নিয়ে প্রাণ প্রকৃতি ও জাতীয় সম্পদ রক্ষায় সা¤্রাজ্যবাদ বিরোধী লড়াই সংগ্রামে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments