- নিজস্ব প্রতিবেদক:
শহরের মধ্য পাইকপাড়া(টেংকের উত্তর পাড়)জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি মো.মোজাম্মেল হক,সিনিয়র সহ-সভাপতি আবদুল গনি ভুইয়া,আতিকুর রহমান,সাধারণ সম্পাদক মো.শাহজাহান,সহ-সাধারণ সম্পাদক রাশেদ কবির আখন্দ,কোষাধ্যক্ষ মো.হুমায়ন কবির,সহকারী কোষাধ্যক্ষ মো.নাজমুল হাছান ভুইয়া(নয়ন),সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক ইমরুল কবীর প্রতুল,প্রচার সম্পাদক মো.রায়হান উদ্দিন,সহ-প্রচার সম্পাদক রাব্বি।
কার্যকরী সদস্যরা হলেন:আশেক খান,মো.মাহমুদ,মো.মাহমুদুল হাসান,মো.নজরুল ইসলাম,মো.সোহেল,মো.সুমন সরকার,মো.নাছির মিয়া,মো.কবির হোসেন,মো.শিবলী।
উপদেষ্টারা হলেন:অ্যাড.আবেদ উল্লাহ,শাহেদ মিয়া,প্রিন্সিপাল ছানাউল হক স্বপন,নাজিম উদ্দিন সরকার,তাজুল ইসলাম,মো.শফিউদ্দিন,অ্যাড.এমদাদুল হক,আব্দুল রউফ(মানিক মিয়া),মো.মামুন,মো.জামিল উদ্দিন ভুইয়া,মো:মান্না,জয়নাল আবেদীন।