বুধবার, মে ৩১, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়ামহান বিজয় দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে নিজ কার্য্যালয়ের সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, প্রতিবছরই যথাযথ মর্যাদায় দিবসটি পালন করাহয়। কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে কিছুটা ভিন্ন আঙ্গীকে পালন করাহবে। এর মধ্যে সূর্য্যদয়ের সাথে-সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হবে। প্রতিটি সংগঠন থেকে ৫ জনের বেশি কাউকে পুস্প স্তবকের জন্যে শহীদ মিনারে না আসার জন্যে নির্দেশনা দেয়া হয়েছে। ষ্টেডিয়ামে কুচকাওয়াজ বাতিল করা হয়েছে। অনলাইন পদ্ধতির মাধ্যমে আলোচনা করা হবে। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে সরকার নির্দেশিত কর্মসূচী স্বাস্থ্যবিধি মেনে পালন করবেন। সরকারী,আধাসরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করবেন। সরকারী অফিস ভবন গুলোতে আলোক শয্যা করা হবে। সব মিলিয়ে যথাযোগ্য মর্যাদায় আমরা বিজয় দিবস উদযাপন করবো। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, বীর মুক্তিযোদ্ধারা সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments