- নিজস্ব প্রতিবেদক:
‘ঘরজামাই’ ডাকাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে।
তারা হলেন সোহাগ (২০), মুহাম্মদ আলী (২৪), আলামীন (৩৫), সাইদুল মিয়া (২৭), রুবেল মিয়া (১৯), হৃদয় (২০), আনার মিয়া (৪৫), রিমা আক্তার (২৬), সাজু বেগম (২৩) ও সানজু আরা (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটলা গ্রামের আমির হকের ছেলে সোহাগ মিয়া ওই এলাকার ফজলুর রহমানে মেয়েজামাই খুরশিদ মিয়াকে ‘ঘরজামাই’ ডেকে কটাক্ষ করেন। এ নিয়ে দুইজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এর জেরে গত বুধবার স্থানীয় হাজী মার্কেটে খুরশিদকে ধরে মারধর করেন সোহাগ। এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় ২০ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।