মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩
হোমজেলামালিকদের প্রতি বিএফইউজে'র আহ্বান

মালিকদের প্রতি বিএফইউজে’র আহ্বান

ঈদের আগে সাংবাদিকদের বেতন ভাতা পরিশোধ করুন

পবিত্র ঈদুল আযহার আগেই সাংবাদিকদের বেতন ও ঈদ উৎসব ভাতা প্রদানের জন্য গণমাধ্যমের মালিকদের প্রতি আহবান জানিয়েছে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। একই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিএফইউজে। গত সোমবার রাতে বিএফইউজে’র নির্বাহী কার্যনির্বাহী পরিষদের ঢাকাস্থ নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এই আহবান ও উদ্বেগ জানানো হয়।

বিএফইউজের সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়।

বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদের সঞ্চালনায় এসভায় অংশ নেন বিএফইউজে’র সাবেক সভাপতি ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য মনজুরুল আহসান বুলবুল, সহসভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, কোষাধ্যক্ষ দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, বিএফইউজে’র দপ্তর সম্পাদক বরুন ভৌমিক নয়ন, সদস্য নূরে জান্নাত আখতার সীমা, সেবীকা রানী ও খায়রুজ্জামান কামাল।

সভা থেকে করোনা মহামারির এই পরিস্থিতিতে কোনরকম টালবাহানা না করে ঈদের আগে সাংবাদিকদের বেতন ও উৎসব ভাতা প্রদান, পাওনা পরিশোধ এবং ছাঁটাই বন্ধের জন্য আহবান জানানো হয়। গণমাধ্যম প্রতিষ্ঠানের যেসব মালিক বিএফইউজে’র এই আহবানকে উপেক্ষা করবে, তাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহবানও এই সভা থেকে জানানো হয়।

সভায় গভীর উদ্বেগের সঙ্গে নেতৃবৃন্দ বলেন, এই মহামারিকালেও দেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ হয়েছে, যা উদ্বেগজনক ও দুঃখজনক। এধরনের ঘটনা সাংবাদিকবান্ধব সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এবং সরকারের ইতিবাচক ও সফল কাজগুলোকে ম্লান করে দেবে। বিএফইউজের সভা থেকে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

গত ৫ জুন অনুষ্ঠিত বিএফইউজে’র কার্যনির্বাহী পরিষদের ভার্চুয়াল সভায় আগামী ৩১ জুলাই বিএফইউজের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছিল। সোমবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় দেশের বিদ্যমান করোনা পরিস্থিতিতে নির্ধারিত তারিখে প্রতিনিধি সম্মেলন করা সম্ভব নয় বিধায় বিএফইউজে’র কার্যনির্বাহী পরিষদের পরবর্তী সভায় প্রতিনিধি সম্মেলনের তারিখ ঠিক করার সিদ্ধান্ত হয়।

(খবর বিজ্ঞপ্তির)

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments