মুক্তিযুদ্ধের চেতনায় নিবেদিত হয়ে সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। মঙ্গলবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ওই নেতার কার্যালয়ে গেলে তিনি নবগঠিত সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, ‘আমি আশা করি নতুন এ সংগঠন সাংবাদিকদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করবে।’
এ সময় ইউনিয়নের আহবায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু, ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য শাহজাহান সাজু, মুজিবুর রহমান খান, আজিজুর রহমান পায়েল, আজিজুল আলম সঞ্চয়, সুমন রায়, বাহাদুর আলম উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ এ সময় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য আল-মামুন সরকারের সহযোগিতা কামনা করেন।