একপাশে চার মুক্তিযোদ্ধা। উপস্থিত সবাই দাঁড়ালেন। এগিয়ে গিয়ে কেউ পায়ে ধরে সালাম করলেন, কেউবা বুকে বুক মেলালেন, কেউবা হাতে হাত। মুক্তিযোদ্ধা মাথা ছুঁয়ে দোয়া করে দিলেন। এভাবে চললো মিনিট দশেক। ছবি তুলে স্মৃতিটুকু ধরে রাখতেও ভুল করলেন না কেউ। মুক্তিযোদ্ধাদের দোয়া নিয়ে এভাবেই যাত্রা শুরু করলো ‘শুভসংঘ’ ব্রাহ্মণবাড়িয়ার নতুন কমিটি। দোয়া নেয়া হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হোরায়রাহ, সাবেক পুলিশ কর্মকর্তা রতন কান্তি দত্ত, কালের কণ্ঠ থেকে সংবর্ধিত মতিলাল বণিক। এ সময় মুক্তিযোদ্ধারা বলেন, ‘মুক্তিযোদ্ধাদের কাছ থেকে দোয়া নিয়ে কমিটি গঠনের বিষয়টি সত্যিই প্রশংসনীয়। এর পিছনে মহাত্ম অনেক। অনেক ত্যাগের বিষয় এটি। সত্যিই আমরা অভিভূত এমন সম্মান পেয়ে।’ সংগঠটিনর যাত্রায় তাঁরা পাশে থাকবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
বিলুপ্ত ঘোষিত কমিটির সহ-সভাপতি সোহেল আহাদের সভাপতিত্বে ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু’র সঞ্চালনায় এতে বিদায়ী বক্তব্য দেন সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান পারভেজ। সভায় সর্বসম্মতিক্রমে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্প্রতি পুরস্কার নেয়া হেদায়েতুল আজিজ মুন্নাকে সভাপতি ও কবি শারমীন সুলতানাকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সুমন রায়, নবনীতা রায় বর্মণ, ডা. পাভেল, মো. মনিরুজ্জামান মনির, যুগ্ম সাধারন সম্পাদক টুম্পা দত্ত, গাজী তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাকিলা জাফর জেসি, কোষাধ্যক্ষ খাদিজা ইয়াছমিন, সাহিত্য সম্পাদক ফাহিম মুনতাসির, সমাজ কল্যাণ সম্পাদক ডা. আব্দুল মোতালিব, ক্রীড়া সম্পাদক জোবায়ের নূর, নারী বিষয়ক সম্পাদক স্বর্ণালী আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক সৌরভ সাহা, সদস্য সোহেল আহাদ, হাবিবুর রহমান পারভেজ, চয়ন বিশ্বাস, মো. শাহাদাৎ হোসেন, এমরানুর রেজা সরকার, মাহমুদ আলম, মামুন সরকার, সৌমেন পাল, প্রসন্ন দাস।