বুধবার, মে ৩১, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়ামুক্তিযোদ্ধা গণসংবর্ধণা অনুষ্ঠান সম্পর্কে বিভ্রান্তি নিয়ে শিউলী আজাদ এমপির বিবৃতি, ভুলভ্রান্তি হয়ে...

মুক্তিযোদ্ধা গণসংবর্ধণা অনুষ্ঠান সম্পর্কে বিভ্রান্তি নিয়ে শিউলী আজাদ এমপির বিবৃতি, ভুলভ্রান্তি হয়ে থাকলে এর দায়ভার কর্তৃপক্ষ ও শরীফপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ গ্রহণ করবে

শনিবার বিকালে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধা গণসংবর্ধণা অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি নিয়ে বিভ্রান্ত ছড়ানো হয়েছে। বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ৩১২ মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটি অন্যতম সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ এমপির দৃষ্টি আকর্ষণ হয়েছে।
এক বিবৃতিতে তিনি বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধা গণসংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাকে আমন্ত্রণ জানানো হয়। আমি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করি। অনুষ্ঠানটিতে শরীফপুর ইউনিয়নের জাতীর শ্রেষ্ঠ সন্তান ৭৪ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধণা জানানো হয়। তাদের মধ্যে ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে ৪৩ জন। এখন জীবিত রয়েছেন ৩১ জন। সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আমি কৃতজ্ঞতা বোধ করি। তার মধ্যে অন্য কোন দলের কেউ মুক্তিযোদ্ধা সংবর্ধণা অনুষ্ঠানে উপস্থিত ছিল কিনা, তা আমার জানা ছিল না। এছাড়া আমি কাউকে পরোক্ষভাবে চিনি না। তাদের সর্ম্পকে আমার তেমন কোন ধারণা নাই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কতিপয় ব্যক্তি বিশেষ আলোচনা করছেন। যদি কোন ভুলভ্রান্তি হয়ে থাকে এর দায়ভার অনুষ্ঠান কর্তৃপক্ষ ও শরীফপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ গ্রহণ করবে। কেননা অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য মুক্তিযোদ্ধাদের তালিকা স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজকদের সরবরাহ করেছেন। এর সাথে আমার ব্যক্তিভাবে কোন সর্ম্পক নাই। আশা করি সবার মাঝে এই ভুলবুঝির অবসান ঘটবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments