বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
হোমজাতীয়মেডিকেল টেকনোলজিস্টগণ গভীর দায়িত্ববোধ প্রদর্শন করে রোগীদের নমুনা সংগ্রহ করছেন

মেডিকেল টেকনোলজিস্টগণ গভীর দায়িত্ববোধ প্রদর্শন করে রোগীদের নমুনা সংগ্রহ করছেন

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন- মেডিকেল টেকনোলজিস্টগণ চলমান করোনাযুদ্ধে প্রকৃত অর্থেই সম্মুখসারির সাহসি যোদ্ধা। করোনা আক্রান্তগণকে যখন আত্মীয়-স্বজনরাও ছেড়ে যাচ্ছেন, সে অবস্থায় মেডিকেল টেকনোলজিস্টগণ গভীর দায়িত্ববোধ প্রদর্শন করে রোগীদের নমুনা সংগ্রহ করছেন। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার কাজে নিয়োজিত নমুনা সংগ্রহকারীদের ধন্যবাদ জ্ঞাপন ও শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। সভাপতির বক্তৃতায় এ সময় তিনি আরো বলেন- এ পর্যন্ত জেলায় মেডিকেল টেকনোলজিস্টরা ২৪ হাজার মানুষের নমুনা সংগ্রহ করে দেশের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা এই করোনাকালীন সময়ে সম্মুখসারির যোদ্ধা, নমুনা সংগ্রহকারী মেডিকেল টেকনোলজিস্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ শওকত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সিনিয়র সাংবাদিক আ.ফ.ম কাউসার এমরান, মেডিকেল টেকনোলজিস্ট দেবাংকর শর্মা, মেডিকেল টেকনোলজিস্ট শাখাওয়াত হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট বিদ্যুৎ রায় প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান।
অনুষ্ঠানে চলমান করোনাকালে চিকিৎসা সেক্টরের সম্মুখসারির যোদ্ধা ২১ জন মেডিকেল টেকনোলজিস্টকে উপহার প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments