শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়ামোকতাদির চৌধুরী এমপির পক্ষ থেকে শতাধিক প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ

মোকতাদির চৌধুরী এমপির পক্ষ থেকে শতাধিক প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর পক্ষ থেকে শারিরীক ও মানসিক প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে এই কম্বল বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করেন ইউনির্ভাসিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রেজারার ও মাউশির সাবেক মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ওসমান গণি সজীব, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক মজিবুর রহমান খান, নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ হেদায়েতুল আজিজ মুন্না প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক শারিরীক ও মানসিক প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments