শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াযথাযোগ্য মর্যাদায় বিজয়নগর মুক্ত দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় বিজয়নগর মুক্ত দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার চান্দুরা ডাকবাংলা মোড়ে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুনির্মল সাহার সঞ্চলানায় আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি শুভ সূচনা হয়। পরে শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্প অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন কবীর উদ্দিন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সার্জেন্ট (অবঃ) তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড: জহিরুল ইসলাম ভূঞা, যুগ্ম সম্পাদক মো: জহিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী, ইউপি চেয়ারম্যান হাজী জিতু মিয়া, এ এম শামিউল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা ও মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা, মহামারি করোনা থেকে মুক্তি কামনাসহ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments