নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত সকল পাটকলের অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধের দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ ঘোষণার পর শ্রমিকদের পাওনা পরিশোধের প্রক্রিয়া চলমান, এমনকি বদলী শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধের উদ্যোগও নেওয়া হয়েছে, যা ধন্যবাদযোগ্য।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় ২০১৫-১৬ অর্থবছর থেকে অদ্যাবধি অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তাদের পাওনা পরিশোধ করা হয়নি, যা অমানবিক। উল্লেখ্য, এ সময়ের মধ্যে অনেক অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা চরম অর্থ সংকটের কারণে অসহায় মানবেতর জীবন-যাপন করছেন এবং বিনা চিকিৎসায় কেউ কেউ মৃত্যুবরণ করেছেন।
এ অবস্থায় নেতৃবৃন্দ আসন্ন ঈদুল আজহার পূর্বেই তাদের গ্রাচুটিসহ সকল পাওনাদি পরিশোধ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড শেখ মিজানুর রহমান, কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য শেখ সাহিদুর রহমান, কমরেড মনিরুজ্জামান, কমরেড সন্দীপন রায়, কমরেড রেজাউল করিম খোকন, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড কৌশিক দে বাপী, কমরেড মোঃ আলাউদ্দিন, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড অজয় দে, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান, কমরেড গৌরীমল প্রমুখ নেতৃবৃন্দ।