বুধবার, নভেম্বর ২৯, ২০২৩
হোমজেলাসিলেটেরায়হান হত্যা: ৭ দিনের রিমান্ডে এসআই আকবর

রায়হান হত্যা: ৭ দিনের রিমান্ডে এসআই আকবর

পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান উদ্দিন হত্যার ঘটনায় অভিযুক্ত সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঁইয়ার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক আবুল কাশেমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে দুপুর ১টা ২০ মিনিটে পুলিশি পাহারায় তাকে আদালতে হাজির করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আওলাদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেন আওলাদ হোসেন বলেন, আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করলে আদালত সাতদিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে সোমবার (১০ নভেম্বর) সকালে কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে খাসিয়াদের সহযোগিতায় পুলিশ আকবরকে গ্রেফতার করে। পরবর্তীতে জেলা পুলিশ রাত ৭টার দিকে আকবরকে পিবিআই কাছে হস্তান্তর করে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments