শুক্রবার, মার্চ ৩১, ২০২৩
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াশেরপুরে ট্রাক্টরের ধাক্কায় রিকসা চালক নিহত

শেরপুরে ট্রাক্টরের ধাক্কায় রিকসা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় মিলন মিয়া (৪০) নামে এক রিকসা চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শেরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের মৃত বুলা মিয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর পৈরতলা গ্রামের কাউসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার সকালে রিকসা নিয়ে শেরপুর মাজার গেইটের সামনে চায়ের দোকানে যায় মিলন মিয়া। রাস্তার পশ্চিম পাশে দাঁড়িয়ে চা পান করার সময় বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ট্রাক্টর তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা ট্রাক্টরটি আটক করে তবে এর চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ব্যাপারে বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি আটক করা হলেও এর চালক এবং সহকারি পালিয়ে যায়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments