তুমি জামিল ঘুমাও আজ নিরালায়
আমরা তোমার উত্তরসূরী আছি পাহারায়
আজও তোমার খুনিরা হাটে বুক ফুলিয়ে
হত্যা- ধর্ষণ করে আমার মা বোন মেয়ে
আজও তাদের হাতেই উড়ে আমার পতাকা
তোমার শার্ট পরে আছে এখনও রক্তে মাখা
আমরা লজ্জিত পারিনি নিতে তোমার হত্যার প্রতিশোধ
ক্ষমা করো দোয়া করো মোদের শুভ বুদ্ধি উদয় হোক
ভয় নেই তোমার ঘুমিয়ে আছ যাও নি মরে
তোমার হত্যার প্রতিশোধ নিয়ে ফিরবো ঘরেে
লেেখক : ফাহিম মুনতাসির ( সভাপতি বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি