গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জনবান্ধব স্মার্ট পুলিশিং সম্পর্কে থানার অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় পুলিশের দায়িত্ব ও কর্তব্য, আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখা, আইন ও শৃংখলা বলতে কি বুঝায় এবং সংঘটিত অপরাধ সম্পর্কে পুলিশ প্রতিবেদন দাখিলের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ ইমতিয়াজ আহম্মেদ পিপিএম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিমসহ থানার সকল অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।