ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাব এর কার্যকরী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ২৪ নভেম্বর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সরাইল প্রেসক্লাবের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রিজাইডিং অফিসার সহিদ খালিদ জামিল খান স্বাক্ষরিত উমাশিঅ/সরাইল/সরাইল প্রেসক্লাব নির্বাচন/২০২০/৩৬০ নং স্মারকমূলে এক পত্রে এ তফসিল ঘোষণা করা হয়। তফসিলে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে আসছে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার। সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ওই দিন সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এছাড়া তফসিলে প্রিজাইডিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণ শুরু হবে আজ ২৯ নভেম্বর থেকে। প্রতিদিন অফিস চলাকালীন সময়ে মনোনয়ন পত্র বিতরণ ও গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ০১ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়ন পত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ০২ ডিসেম্বর বিকাল ৩টায়। আর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ০৬ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৭ ডিসেম্বর সকাল ১১টায়। নির্বাচনের এ সকল প্রজাইডিং অফিসারের কার্যালয়েই অনুষ্ঠিত হবে বলে তফসিলে উল্লেখ করা হয়। তফসিলে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান।