সাংবাদিকদের ধর্মান্ধতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। রোববার (০১ নভেম্বর) বিকেলে নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজে সংসদ সদস্যের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময় করেন। মোকতাদির চৌধুরী বলেন, ‘রাষ্ট্রের যে চারটি মূলনীতি রয়েছে- সেগুলো মেনে সাংবাদিকতা করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের পাশে থাকতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।’ এ সময় অসম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোকতাদির চৌধুরী। এ সময় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহবায়ক বিশ্বজিৎ পাল বাবু ও ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য শাহজাহান সাজু, মজিবুর রহমান খান, আজিজুর রহমান পায়েল, মো. শফিকুল ইসলাম, আজিজুল সঞ্চয়, সুমন রায় ও বাহাদুর আলম উপস্থিত ছিলেন।