ওয়ার্কার্স পার্টি, যুব মৈত্রী, ছাত্রমৈত্রীর গভীর শোক
নিজস্ব প্রতিবেদক।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড দীপক চৌধুরী বাপ্পী’র মমতাময়ী মা প্রতিমা চৌধুরী আর নেই।আজ শনিবার দুপুর পৌনে ৩ টায় বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামে তার নিজ বাড়ীতে পরলোকগমন করেছেন।পরলোকগমন কালে তাঁর বয়স হয়েছিল (৭০)। তিনি ৪ছেলে ২মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন যাবত অসুস্থতায় ভুগছিলেন।আজ রাত ৯টায় মির্জাপুরে পারিবারিক শশ্মানে তাঁর শেষ অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।তাঁর পরলোকগমনে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অ্যাড.কাজী মাসুদ আহমেদ, সাধারন সম্পাদক কমরেড আবু সাঈদ খান,সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম,জেলা যুব মৈত্রীর আহবায়ক অ্যাড.মো.নাসির,সদস্য সচিব সাবেক ছাত্রমৈত্রী নেতা কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির, সাধারন সসম্পাদক সানিউর রহমান প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রতিমা চৌধুরীর বিদেহী আত্নার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।