শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াস্বাস্থ্যবিধি মেনে বাউবি’র ব্রাহ্মণবাড়িয়া উপ-আঞ্চলিক কেন্দ্রে একুশে ফেব্রুয়ারি পালিত

স্বাস্থ্যবিধি মেনে বাউবি’র ব্রাহ্মণবাড়িয়া উপ-আঞ্চলিক কেন্দ্রে একুশে ফেব্রুয়ারি পালিত

ভাষা বীরদের স্মরণ, শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়া উপ-আঞ্চলিক কেন্দ্র। এ উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে বুকে কালো ব্যাচ ধারণ ও শিশির ভেজা ভোরে খালি পায়ে প্রভাতফেরির আয়োজন করা হয়। ‘আমার ভাইয়ের রক্তের রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ কালজয়ী গানে প্রানের সুর ছড়িয়ে চলা প্রভাতফেরিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় বাউবি’র উপ-আঞ্চলিক পরিচালক মোঃ নাসির উদ্দীন ও বিএ/বিএসএস প্রোগ্রামের সমন্বয়কারী আসমা বানু এর নেতৃত্বে উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মচারী এবং বিভিন্ন স্টাডি সেন্টারের টিউটর ও শিক্ষার্থীরা শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments