শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩
হোমজেলাহেফাজতের ধ্বংসযজ্ঞ : মামলা ৫৫ গ্রেফতার ৩১০

হেফাজতের ধ্বংসযজ্ঞ : মামলা ৫৫ গ্রেফতার ৩১০

ব্রাহ্মণবাড়িয়াতে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো ধ্বংসযজ্ঞের  ঘটনায় আরও ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ৫৫ টি মামলায় ৩১০ জন গ্রেফতার হলো। সোমবার (১৯ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার ১২ জনকে একইভাবে শনাক্ত করা হয়েছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক।

এর আগে, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব ও ধ্বংসযজ্ঞ চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে চালানো সেই তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুইটি মামলা দায়ের হয়। এসব মামলার এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও অধিক।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments