শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩
হোমজেলা৪ শতাধিক পরিবারের সংবাদ সম্মেলন : দাবি নিজ বাড়িতে ফেরার

৪ শতাধিক পরিবারের সংবাদ সম্মেলন : দাবি নিজ বাড়িতে ফেরার

নিজস্ব প্রতিবেদক: নির্যাতনের শিকার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের চার শতাধিক পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করা হয় নিজ বাড়িতে ফেরার দাবিতে ।

রোববার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। এতে মানবেতর জীবনযাপনকারী এসব পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন চরচারতলা গ্রামের মোর্শেদ মিয়ার স্ত্রী নার্গিস বেগম।

তিনি বলেন, ২২ জানুয়ারি লতিফ বাড়ি ও মুন্সিবাড়ির মধ্যে সৃষ্ট ঝগড়ায় জামাল মুন্সী নিহত হবার পর উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সির নেতৃত্বে তিন শতাধিক বাড়িঘরে হামলা লুটপাট, অগ্নিসংযোগ, পুকুরের মাছ জমির ফসলসহ লুট করা হয়। এতে প্রায় ২০/২৫ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়।

নার্গিস অভিযোগ করেন, হানিফ মুন্সী আওয়ামী লীগের দলীয় পদ অপব্যবহার করে চার শতাধিক পরিবারকে পথে বসিয়েছেন। সঠিক তদন্ত সাপেক্ষে মুন্সীসহ লুটপাটে জড়িতদের বিচারের দাবি জানান। এ ব্যাপারে তারা জেলা আওয়ামী লীগসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে এলাকার নির্যাতিত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments