শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
হোমজেলাআওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় আল মামুন সরকার সকল প্রকার মৌলবাদ-সাম্প্রদায়িকতার...

আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় আল মামুন সরকার সকল প্রকার মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলাই আওয়ামী লীগের রাজনীতি


আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় আল মামুন সরকার
সকল প্রকার মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলাই আওয়ামী লীগের রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন, আওয়ামী লীগের সৃষ্টিই হয়েছে সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রাজনৈতিক দল গঠনের মাধ্যমে। আওয়ামী লীগের সাথে কোনোভাবেই সাম্প্রদায়িকতা চলতে পারে না। আওয়ামী লীগ সৃষ্টির পর থেকেই সকল ধর্ম-বর্ণের মানুষের সমন্বয়ে গণমানুষের সংগঠনে পরিনত হয়েছে। তিনি আরো বলেন, হেফাজতের নামে যারা স্বাধীনতা দিবসে নারকীয় তান্ডব চালায়, জাতির পিতার প্রতিকৃতি ভাংচুর করে সেইসব মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষের সাথে আওয়ামী লীগের কোনো আপোষ হতে পারে না। সকল প্রকার মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে চলাই আওয়ামী লীগের রাজনীতি। তিনি গতকাল বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পৌর মেয়র মিসেস নায়ার কবীর। জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মো. মনির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূঞা, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হেলাল উদ্দিন, মুজিবুর রহমান বাবুল, যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, সাংগঠনিক সম্পাদক এড. মাহবুবুল আলম খোকন, সদর উপজেলা সাধারণ সম্পাদক এমএইচ মাহবুব আলম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, শিল্প-বানিজ্য সম্পাদক শাহআলম, শ্রম সম্পাদক শেখ মো. মহসিন, উপপ্রচার সম্পাদক স্বপন রায়, কার্যকরী সদস্য মাহমুদুর রহমান জগলু,পৌর আওয়ামী লীগ সভাপতি মুসলিম মিয়া, জেলা যুবলীগ সভাপতি এড. শাহানুর ইসলাম, জেলা কৃষকলীগ সভাপতি সাদেকুর রহমান শরীফ, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মালেক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা যুব মহিলালীগ সভাপতি রাবেয়া খাতুন রাখী, জেলা তাঁতীলীগ সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, জেলা পরিবহন শ্রমিকলীগ সভাপতি বারীন্দ্র নাথ ঘোষ, জেলা মৎস্যজীবি লীগ সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক শাহ পরান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments