বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াকমরেড ঈশা খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

কমরেড ঈশা খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

বিশিষ্ট সমাজসেবক শিক্ষা অনুরাগী আলাল শা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কমরেড ঈশা খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার আশুগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত স্মরণ সভায় উদযাপন পরিষদের আহ্বায়ক ডাক্তার আব্দুল্লাহ আল-মাহমুদ নজরুলের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড হোসেন আহমদ তফসির সিকদার, আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন , বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কমরেড শাহরিয়ার মোঃ ফিরোজ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম , বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাড়িয়া জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ জামাল, বিশিষ্ট সাংবাদিক সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়া জেলার আহ্বায়ক আব্দুন নুর, সুশাসনের জন্য নাগরিক (সুজন) আশুগঞ্জ উপজেলা সভাপতি হাজী মিজানুর রহমান, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম সদস্য অ্যাডভোকেট নাছির মিয়া, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার, বীর মুক্তিযোদ্ধা হেবজু মিয়া, বিশিষ্ট কলামিস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আশুগঞ্জে শাখার সম্পাদক কে এম আহসান উল্লাহ জুয়েল, ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের প্রফেসর মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা হাজী মোঃ সাইদুর রহমান , চরচারতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আইয়ুব খান , আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, চরচারতলা আলিম মাদ্ররাসার অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা, সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আছিয়া সাফি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এম ফারুকুজ্জামান, রওশন আরা জলি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ, আন্ধি দিল হাজী আব্দুল কুদ্দুস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এমএম কবির হোসেন , আলালশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোমানা ইয়াসমিন , আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন মুন্সী, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল, বাংলাদেশ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাচ্চু আশুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ আশুগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান সরকার, মানবিক আশুগঞ্জ এর সভাপতি আলাউদ্দিন প্রমূখ, সভাটির সঞ্চালনায় ছিলেন ইশা খান উদযাপন পরিষদের সদস্য সচিব মোঃ শাহিন শিকদার ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনির হোসেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments