শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াকারাতের ৭দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ...

কারাতের ৭দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন সংস্কৃতি যেমন মনকে সুস্থ রাখে তেমনি খেলাধূলা সুস্থ শরীর মননশীলতা গড়ে তুলে

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন বলেছেন, সংস্কৃতি যেমন মনকে সুস্থ রাখে তৈমনি খেলাধূলা সুস্থ শরীর মননশীলতা গড়ে তুলে। তিনি আরো বলেন- লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি এবং খেলাধূলার বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের ফেবিলিয়ন এর নিজ তলায় বাংলাদেশ কারাতের ৭দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণকালে তিনি একথা বলেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু’র সভাপতিত্বে তিনি আরো বলেন, আজকের প্রশিক্ষনার্থীরা ৭দিনের প্রশিক্ষণ দিয়ে একটি বীজ রোপন করেছে। তিনি বলেন- আরো বেশি সময় নিয়ে প্রশিক্ষণ দিতে হবে। কারন আজকের প্রশিক্ষনার্থীরা আগামী দিনের ভবিষ্যত এবং জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে খেলাধূলা করে দেশের সম্মান বয়ে আনবে। জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আবু কাউছার খানের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ আবুল কাসেম। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান প্রশিক্ষক ও বাংলাদেশ কারাত ফেডারেশনের কাউন্সিলর এবং কারাতের ন্যাশনাল রেফারী মোঃ শফিকুল ইসলাম এ সময় অতিথিদেরকে প্রশিক্ষনার্থীদের মাধ্যমে কারাতের বিভিন্ন ইভেন প্রদর্শন করে দেখানো হয়। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীরা প্রধান অতিথি ও সভাপতির কাছ থেকে সনদ গ্রহন করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments