শনিবার, এপ্রিল ২০, ২০২৪
হোমজেলাতলিয়ে গেছে নয় গ্রাম, কসবার পাহাড়ী ঢলে

তলিয়ে গেছে নয় গ্রাম, কসবার পাহাড়ী ঢলে

ত্রিপুরার পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কসবা উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের ৯টি গ্রাম। ঢলে শতাধিক পুকুর থেকে লাখ লাখ টাকার মাছ বের হয়ে যায়।

 

পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া গ্রাম গুলো হলো: খাদলা, মাদলা, শ্যামপুর, পুটিয়া, বেলতলি, অস্টজংগল, সস্তাপুর, সাগরতলা, গৌরাঙ্গলাসহ বেশ কিছু সীমান্তবর্তী গ্রাম।

বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া সকালের সূর্যকে জানায় ত্রিপুরার ঢলে ইতোমধ্যে সালদা নদীর প্রবাহিত পানি বিপদ সীমার দশ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হয়তো সন্ধার মধ্যেই নদীর তীর তলিয়ে যাবে।

বায়েক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নুরুন্নবী আজমল সকালের সূর্যকে জানান ; যেভাবে পাহাড় থেকে পানির স্রোত প্রবাহিত হচ্ছে। এতে প্রায় ৩০/৪০ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়বে।

কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন বিকেলে এলাকা পরিদর্শন করে চেয়ারম্যান,মেম্বার ও দলীয় নেতা কর্মীদের জনগনের পাশে থাকার পরামর্শ দিয়েছেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments