বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
হোমআন্তর্জাতিকত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (০৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আম পাঠানো হয়। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে ২০টি কার্টনে ৩০০ কেজি আম পাঠানো হয়।ভারতীয় প্রতিনিধিদের কাছে আম হস্তান্তর করা হচ্ছেজেলা পুলিশের একটি সূত্র জানায়, এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. মোস্তাফিজুর রহমান, কাস্টম সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী। ভারতের পক্ষে আম গ্রহণ করেন আগরতলার সহকারী হাইকমিশনার মো. জোবায়ের হোসেন, বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, আগরতলা হাইকমিশনের সচিব মো. আসাদুজ্জামান, বন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী।আমগুলো আগরতলা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments