শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
হোমসবদ্বিতীয় দিনের মতো লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন পয়েন্টে সেনাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী...

দ্বিতীয় দিনের মতো লকডাউন বাস্তবায়নে শহরের বিভিন্ন পয়েন্টে সেনাসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল

লকডাউনে সরকারি কঠোর বিধি নিষেধ প্রতিপালনে ব্রাহ্মণবাড়িয়ায় টহল চালিয়েছে সেনা বাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ শুক্রবার দুপুরে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে টহল পরিচালিত হয়।

তারা সদর হাসপাতাল রোড, টি,এ রোড, পৌর মার্কেট, কাউতলীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুলোতে টহল দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে চলাচল করা বিভিন্ন ছোট যান আটক করে তা চলাচলের কারণ জানতে চান। পাশাপাশি যারা ঘর থেকে বের হয়েছে তারা কি কারণে বাইরে ঘুরা ফেরা করছে তার কারণ জানতে চান এবং করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে তাদের অবহিত করেন।

জানা যায় লকডাউন কঠোর ভাবে পালন করতে মাঠে সেনাবাহিনীর টিম ছাড়াও ৩প্লাটুন বিজিবি, র‌্যাব, ৫ শতাধিক পুলিশ এবং ৩০/৩৫টি ভ্রাম্যমাণ আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments