শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়ানবীনগরে দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজ উদ্বোধন

নবীনগরে দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজ উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার বিটঘরে দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কলেজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। কলেজের প্রতিষ্ঠাতা মো. মুন্তাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে ও মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, সিনিয়র সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক এম এ হালিম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে। সরকারের শিক্ষাবান্ধব নীতির কারণে সারা দেশে শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিটঘর গ্রামে যে কলেজটির যাত্রা শুরু হচ্ছে এতে এলাকার শিক্ষার অনেক উন্নতি ঘটবে। তথ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদককে ‘নো’ বলতে বলেছেন, এ ব্যাপারে জিরো টলারেন্স দেখাতে বলেছেন। আমিও বলছি, নবীনগরে মাদককে ‘নো’ বলতে হবে। এই উপজেলা থেকে মাদককে উচ্ছেদ করতে হবে। আমরা সকলে মিলে এর বিরুদ্ধে যুদ্ধ করবো। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে সমাজকে মাদকমুক্ত করা। তারপর হচ্ছে আমাদের সন্তানকে স্কুলে পাঠানো। তা না হলে স্কুলে গেলেও সে নষ্ট হয়ে যাবে। মাদকাসক্ত ছেলে-মেয়ে কোনদিন সুস্থভাবে পরিচালিত হতে পারে না। তাই এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উল্লেখ্য, জমিদার মহেশ চন্দ্র ভট্টাচার্য ছিলেন দানবীর ও শিক্ষানুরাগী। মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিজ অর্থে গড়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। প্রয়াত সেই জমিদারের নামে তার নিজ জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামে গড়ে তোলা হয়েছে ‘দানবীর মহেশ চন্দ্র ভট্টাচার্য বিদ্যাপিঠ’ নামে কলেজ। সবুজে ঘেরা কলেজটি এখন বিটঘর গ্রামের মানুষের কাছে আঁধারে আলোর দিশা হয়ে উঠেছে। স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে এ কলেজটি তৈরি করেছেন বিটঘর গ্রামের ব্যবসায়ী মো. মুন্তাসির মহিউদ্দিন অপু। মহেশ চন্দ্র ভট্টাচার্যের দর্শনে উদ্বুদ্ধ হয়েই সম্পূর্ণ নিজ অর্থায়নে কলেজটি করেছেন তিনি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments