শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াপ্রেসক্লাব ভবন ও সভাপতিসহ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দীপক চৌধুরী বাপ্পীর নিন্দা

প্রেসক্লাব ভবন ও সভাপতিসহ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দীপক চৌধুরী বাপ্পীর নিন্দা

হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর ও সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। বিবৃতিতে তিনি উল্লেখ করেন- হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বাসভবনে অগ্নিসংযোগ-হামলা-ভাংচুর করা হয়। সাংবাদিকরা যখন পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত তখনই ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি’র উপর হামলা করা করে তার মাথা ফাটিয়ে দেয়া হয়। এছাড়াও দায়িত্ব পালনকালে সাংবাদিক আবুল হাসনাত রাফি ও চিত্র সাংবাদিক সুমন রায়ের উপর হামলা চালানো হয়। প্রেসক্লাব ও গণমাধ্যমকর্মীদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবী জানান। বিবৃতিতে তিনি প্রশাসনের নিষ্ক্রীয়তায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments