শনিবার, এপ্রিল ২০, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াপ্রেস ক্লাব ভবন ও সভাপতিসহ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাংবাদিক ইউনিয়নের তীব্র...

প্রেস ক্লাব ভবন ও সভাপতিসহ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাংবাদিক ইউনিয়নের তীব্র ক্ষোভ ও নিন্দা

হেফাজতের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর ও সুর সম্রাট দি আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা গণগ্রন্থাগার, সদর উপজেলা ভূমি অফিস, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভবন, শ্রীশ্রী আনন্দময়ী কালীবাড়ীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক বিশ্বজিৎ পাল বাবু, যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য মোঃ জসিম উদ্দিন, শাহজাহান সাজু, মুজিবুর রহমান খান, শফিকুল ইসলাম, আজিজুর রহমান পায়েল, আজিজুল আলম সঞ্চয়, সুমন রায় ও বাহাদুর আলম। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করে বলেন- হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভবনসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বাসভবনে অগ্নিসংযোগ-হামলা ও ভাংচুর করা হয়। সাংবাদিকরা যখন পেশাগত দায়িত্ব পালনে ব্যস্ত তখনই ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি’র উপর হামলা করে করে তার মাথা ফাটিয়ে দেয়া হয়। এছাড়াও দায়িত্ব পালনকালে সাংবাদিক ইউনিয়নের সদস্য চিত্র সাংবাদিক সুমন রায়, সাংবাদিক আবুল হাসনাত রাফি, সাংবাদিক মাসুক হৃদয়, রিফাত, মীর মোঃ শাহীন, চিত্র সাংবাদিক জুয়েলুর রহমান ও রাশেদ সওদাগর এর উপর হামলা চালানো হয়। প্রেসক্লাব ও গণমাধ্যমকর্মীদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবী জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রশাসনের নিষ্ক্রীয়তায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া বিবৃতি দাতারা যমুনা টেলিভিশন, মাইটিভি ও আরটিভি’র স্থানীয় অফিস ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments