শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
হোমজাতীয়বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত...

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও  জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সূচক’ ভার্চুয়াল আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখছেন মোকতাদির চৌধুরী এমপি

  • বিশেষ প্রতিনিধি :

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও  জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সূচক’ ভার্চুয়াল আলোচনা সভা আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান বোর্ড অব গভর্ণরস মো. ফরিদুল হক খান এমপি। মুখ্য আলোচক ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়  সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের গভর্ণর, ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড.মোহাম্মদ মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. নূরুল ইসলাম পিএইচ.ডি।
আলোচনায় অংশগ্রহণ করেন, সাবেক সচিব ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরস মো. শাহজাহান সিদ্দিকী বীর বিক্রম,ইসলামী  ফাউন্ডে শনের বোর্ড অব গভর্ণরস সাবেক সচিব এ.এফ.এম ইয়াহিয়া চৌধুরী, ইসলামিক ফাউন্ডে শনের বোর্ড অব অফ গভর্ণরস  মুফতি মাওলানা রুহুল আমীন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরস  ড. মাওলানা কাফিলুদ্দীন সরকার প্রমুখ।
আলোচনা সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments