শনিবার, এপ্রিল ২০, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে প্রতিবাদী আবৃত্তি অনুষ্ঠানে আল মামুন সরকার যারা...

ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে প্রতিবাদী আবৃত্তি অনুষ্ঠানে আল মামুন সরকার যারা জাতির পিতার ভাষ্কর্য নিয়ে অপরাজনীতি করবে তাদেরকে প্রতিহত করা হবে

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিতব্য ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে প্রতিবাদী আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু স্কয়ারে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ব্রাহ্মণবাড়িয়ার দলভুক্ত সংগঠনগুলো এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিবাদী আবৃত্তি অনুষ্ঠান উদ্বোধন করেন প্রবীণ সংস্কৃতিকর্মী নন্দিতা গুহ। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী মো. মনির হোসেনের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের সহকারি পরিচালক বাছির দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন সাঈদ, জেলা সিপিবি সাধারণ কমরেড সাজিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলা ভাইস চেয়ার এড. লোকমান হোসেন, সম্মিলিত সাংস্কৃতি জোটের জেলা আহবায়ক আব্দুন নূর, জেলা উদিচি সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এড. অসীম কুমার বর্দ্ধন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, খেলাঘর সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরীর যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল আলম বাবু, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের উপদেষ্টা এটিএম ফয়েজুল কবির, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক প্রভাষক মাসুম মিয়া, নোঙর সভাপতি শামীম আহমেদ, আওয়ামীলীগ নেতা হালিম শাহ লিল মিয়া, মাহমুদুর রহমান জগলু, সংস্কৃতিকর্মী ওয়াহিদ শামীম, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম পারভেজ, ঝিলমিল শিশু সংগঠনের পরিচালক মনিরুল ইসলাম শ্রাবণ।
প্রতিবাদী দলীয় আবৃত্তি পরিবেশন করে তিতাস আবৃত্তি সংগঠন, ভাষা ও সাহিত্য অনুশীলণ কেন্দ্র, আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্র, প্রবর্তক আবৃত্তি সংসদ। এছাড়া একক আবৃত্তি পরিবেশন করে প্রবর্তক আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক সোহেল আহাদ, তিতাস আবৃত্তি সংগঠনের সহাকারি পরিচালক উত্তম কুমার দাস, আবরনি আবৃত্তিচর্চা কেন্দ্রে প্রশিক্ষক শারমিন সুলতানা, ভাষা ও সাহিত্য অনুশীলণ কেন্দ্রের প্রশিক্ষক শেখর চন্দ্র চৌধুরী, সোনালী সকালের পক্ষে জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুন্তাসির।
প্রধান অতিথির বক্তব্যে আল মামুন সরকার বলেন, যারা জাতির পিতার ভাষ্কর্য নিয়ে যারা অপরাজনীতি করবে তাদেরকে প্রতিহত করা হবে। ধর্ম নিয়ে জনমানুষকে বিভ্রান্ত করে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেয়া হবে না। এব্যাপারে তিনি মুক্তিযুদ্ধের চেতনাসিক্ত মানুষদেরকে সচেতন থাকার আহবান জানান।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments