মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪
হোমজেলামনির আহবায়ক, বিশ্বজিৎ ও পারভেজ যুগ্ম আহবায়ক ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

মনির আহবায়ক, বিশ্বজিৎ ও পারভেজ যুগ্ম আহবায়ক ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক ইউনিয়নের আত্মপ্রকাশ হয়েছে। সাংবাদিকদেরকে নিবন্ধন প্রক্রিয়ায় আনার দাবিসহ সব ধরণের অধিকার আদায়ের প্রত্যয় নিয়ে মঙ্গলবার প্রেস ক্লাবে হওয়া এক অনুষ্ঠানে ১১ সদস্যের আহবায়ক কমিঠি ঘটনের মধ্য দিয়ে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
দেশ রূপান্তরের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. মনির হোসেনকে আহবায়ক ও কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, আলোকিত বাংলাদেশ এর প্রতিনিধি ফরহাদুল ইসলাম পারভেজকে যুগ্ম-আহবায়ক করে ১১ সদস্যের ওই কমিটি গঠন করা হয়। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। কমিটির সদস্যরা হলেন, করতোয়া প্রতিনিধি মো. শাহজাহান সাজু, ফিনান্সিয়াল এক্সপ্রের প্রতিনিধি জসিম উদ্দিন, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মুজিবুর রহমান খান, যমুনা টিভি ও যুগান্তরের প্রতিনিধি মো. শফিকুল ইসলাম, আরটিভি প্রতিনিধি মো. আজিজুর রহমান পায়েল, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, এটিএন নিউজের ক্যামেরাপারসন সুমন রায়, লাখো কণ্ঠের প্রতিনিধি মো. বাহাদুর আলম।
প্রেস ক্লাবের সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সহ-সভাপতি পিযূষ কান্তি আচার্য, সাবেক সাধারন সম্পাদক আ ফ ম কাউছার এমরান, দীপক চৌধুরী বাপ্পী, সমকালের নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, উইকলি ভিউ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রতিনিধি মো. জসিম উদ্দিন। সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক মো. মনির হোসেন।
অতিথির বক্তব্যে প্রেস ক্লাব সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন বলেন, ‘আমি সংগঠনটির সফলতা কামনা করি। সংগঠনটি বাস্তব পরিস্থিতি বুঝে সাংবাদিকদের অধিকার আদায়ে ও তাঁদের কল্যাণে কাজ করবে বলে আমি আশা রাখি।’
প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি বলেন, ‘সাংবাদিকদের দাবি আদায়ের জন্য এ ইউনিয়ন। আমরা আশা করি সংগঠনটির মাধ্যমে আমাদের বেতন-ভাতাসহ যেসব দাবি রয়েছে সেগুলো কর্তৃপক্ষের কাছে পৌঁছে কার্যকর ভ‚মিকা রাখতে সচেষ্ট হবে।’
অনুষ্ঠানের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের দাবি আদায়ে এ ধরণের সংগঠন খুবই গুরুত্বপূর্ণ। পেশাদার সকল সাংবাদিকদেরকে নিয়ে এ সংগঠন অধিকার আদায়ে কার্যকর ভ‚মিকা পালন করবে বলে আমি আশাবাদী।’

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments