শনিবার, এপ্রিল ২০, ২০২৪
হোমজেলালকডাউন উপেক্ষা করে মাদক খেতে এসে ধরা পড়লো তিনজন

লকডাউন উপেক্ষা করে মাদক খেতে এসে ধরা পড়লো তিনজন

লকডাউনেও মাদক খেতে এসে ধরা পড়েছে তিনজন। ভ্রাম্যমাণ আদালতে ওই তিনজন যুবকের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে চার বোতল ইস্কপ জাতীয় মাদক উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মাসুদুর রহমান ওয়াসিম (৩৬), মো. আকসার মিয়া (৩০) ও মো. শিপন মিয়া (২২)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডায়।

আখাউড়ার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, লকডাউন সফলে সকাল থেকেই মাঠে অবস্থান নেয় প্রশাসন। বিশেষ করে গণপরিবহন বন্ধ রাখতে কঠোর অবস্থান নেন তারা। দুপুরের দিকে তারা বাইপাসের তিতাস ব্রিজ এলাকায় অভিযান শুরু করে। এ সময় একই মোটর সাইকেলে করে যাওয়ার সময় তিন যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে চার বোতল ইস্কপ সিরাপ উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments