বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াশনিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী কালভৈরব মন্দিরের চারদিন ব্যাপী বাৎসরিক যজ্ঞ উৎসব

শনিবার থেকে শুরু হচ্ছে শ্রীশ্রী কালভৈরব মন্দিরের চারদিন ব্যাপী বাৎসরিক যজ্ঞ উৎসব

আগামী শনিবার শুরু হচ্ছে শহরের মেড্ডাস্থ তিনশত বছরের প্রাচীন মন্দির শ্রীশ্রী কালভৈরব মন্দিরের চারদিন ব্যাপী বাৎসরিক যজ্ঞ উৎসব। শনিবার সকাল ১০টায় বৈদিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করা হবে। বৈদিক পতাকা উত্তোলন করবেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য। উদ্বোধনের পরপরই সপ্তসতী চন্ডী যজ্ঞ হোমের শুভারম্ভ হবে। যজ্ঞ পরিচালনা করবেন হবিগঞ্জের পন্ডিত শ্রী মধুসূদন চক্রবর্তী। বেলা ১১টায় পঞ্চম মুন্ড চন্ডী বিগ্রহের পূজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে কালভৈরব মন্দিরে যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শন করবেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়–য়া। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন কালভৈরব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিতোষ রায়। সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। গীতা পাঠ করবেন ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পঙ্কজ কুমার রায় ও ডাঃ নিত্যরঞ্জন চক্রবর্তী। রাত ৯টায় রামায়ন কির্তন পরিবেশন করবেন নরসিংদী থেকে আগত গায়ক নিউটন দেবনাথ।
রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে সপ্তসতী চন্ডী যজ্ঞ। বেলা ১১টায় কাল ভৈরব ভৈরবী ও চন্ডি বিগ্রহের পূজা। দুপুর ১টায় শ্রী শ্রী সপ্তসতী চন্ডী যজ্ঞের বিরতি। সন্ধ্যা সাড়ে ৬টায় রামায়ন কীর্তন পরিবেশন করবেন নরসিংদী থেকে আগত নিউটন দেবনাথ। রাত ৯টায় ভারতনাট্যম নৃত্য পরিবেশন করবেন আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া। আগামী ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় শ্রীশ্রী সপ্তসতী চন্ডী যজ্ঞের শুভারম্ভ। দুপুর ১২টায় শ্রী শ্রী ভৈরব ভৈরবী পূজা। সন্ধ্যা সাড়ে ৬টায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ। পাঠ করবেন কাজল কৃষ্ণ গোস্বামী। রাত ৯টায় অষ্টম প্রহর ব্যাপী তারকব্রহ্ম নামযজ্ঞের শুভ অধিবাস। পরিবেশনায় হরিনাম যুব সংঘ মধ্যপাড়া, ব্রাহ্মণবাড়িয়া। ২৩ মার্চ মঙ্গলবার সকাল ৬টায় অষ্টপ্রহর তারকব্রহ্ম নাম যজ্ঞের শুভারম্ভ। দুপুর সাড়ে ১২টায় মহাপ্রভুর ভোগ নিবেদন। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ। ২৪ মার্চ বুধবার অষ্টপ্রহর ব্যাপী নামযজ্ঞের সমাপন। বিশ্ব শান্তিকল্পে নগর পরিক্রমা করা হবে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments