শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
হোমজেলা৫০ হাজার মিটার কারেন্ট জাল ব্রাহ্মণবাড়িয়ায় পোড়ানো হয়

৫০ হাজার মিটার কারেন্ট জাল ব্রাহ্মণবাড়িয়ায় পোড়ানো হয়

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ায় আজ রবিবার সকালে তিতাস নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ সেট চায়না রিং জাল জব্দ করা হয়েছে। পরে এগুলো পুড়িয়ে ফেলা হয়।

দেশীয় প্রজাতির প্রজনন মৌসুমে মাছ রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সামছু উদ্দিন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিতাস নদীর জেলা সদরের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিতাস নদীতে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ সেট চায়না রিং (ফিক্সড ইঞ্জিন) জাল জব্দ করা হয়। পরে তা মেড্ডা এলকায় জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। অভিযানে মুক্ত জলাশয়ে অবৈধভাবে স্থাপিত ‘পাটিবাঁধ’ অপসারণ করা হয়।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments