শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াজেলায় করোনামুক্ত ২৪৩২ জন ॥ ৮২ জন চিকিৎসাধীন

জেলায় করোনামুক্ত ২৪৩২ জন ॥ ৮২ জন চিকিৎসাধীন

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ ২৫৫৬ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ২৪৩২ জন সুস্থ হয়েছে। এর মধ্যে ৮২ জন চিকিৎসা নিচ্ছেন।। সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়া জেলায় ২৫৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেও সুস্থতার সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তবে জেলায় এখন পর্যন্ত ২৪৩২ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেন। এখন পর্যন্ত জেলায় ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্ত সংখ্যা বাড়ছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। এর আগে সোমবারের রিপোর্ট অনুযায়ী ১৭ জনসহ জেলায় ২৫৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৯৯৮ জন, আখাউড়া উপজেলায় ২০৬ জন, বিজয়নগর উপজেলায় ৮০ জন, নাসিরনগর উপজেলায় ১০৮ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৮ জন, নবীনগর উপজেলায় ৪০৫ জন, সরাইল উপজেলায় ১২১ জন, আশুগঞ্জ উপজেলায় ২০৭ জন ও কসবা উপজেলায় ২৬৩ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নতুন ২ জনসহ জেলায় ২৪৩২ জন করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৯৩৭ জন, আখাউড়া উপজেলায় ১৯০ জন, বিজয়নগর উপজেলায় ৭৭ জন, নাসিরনগর উপজেলায় ১০৫ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১৬৪ জন, নবীনগর উপজেলায় ৩৯২ জন, সরাইল উপজেলায় ১১৩ জন, আশুগঞ্জ উপজেলায় ২০০ জন ও কসবা উপজেলায় ২৫৪ জন সুস্থ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া আক্রান্তের চেয়ের মৃত্যুর হারও কিন্তু কম নয়। গত তিন মাসে করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে কেউ মারা যায়নি। তবে ব্রাহ্মণবাড়িয়ায় ৪২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ১৩ জন, আখাউড়া উপজেলায় ১০ জন, বিজয়নগর উপজেলায় ০২ জন, নাসিরনগর উপজেলায় ০১ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ১১ জন, সরাইল উপজেলায় ০১ জন ও কসবা উপজেলায় ০১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ২৫৫৬ জন আক্রান্তের মধ্যে ২৪৩২ জন সুস্থ হলেও এখনো করোনা ভাইরাসে আক্রান্ত ৮২ জন রোগী হোম আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক আইসোলেটেশনে চিকিৎসা নিচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২০৯৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে পাওয়া ২০৮১৮ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ২৫৫৬ জন আক্রান্ত হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments