মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় গণসাংস্কৃতিক মৈত্রীর যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় গণসাংস্কৃতিক মৈত্রীর যাত্রা শুরু

শিক্ষা সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি চর্চার মাধ্যমে মুক্তির লক্ষ্যে গণসাংস্কৃতিক মৈত্রীর কমিটি গঠনে এক সভা গতকাল সোমবার বিকেলে মসজিদ রোডে এ মালেক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র মৈত্রীর সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইশা ইসলামের সভাপতিত্বে ও জেলা ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সানিউর রহমান সানি’র পরিচালনায় বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক ছাত্রমৈত্রী নেতা ও জেলা যুবমৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াতুন নেসা রুমা, সাংগঠনিক সম্পাদক অদিতি আদ্রিতা সৃষ্টি, সাহিত্য সংস্কৃতি ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গণসাংস্কৃতিক মৈত্রীর আহ্বায়ক সুমাইয়া ঝরা।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রমৈত্রীর সাবেক আহ্বায়ক ও বর্তমান কার্যকরী সদস্য মুহুয়ী শারদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রমৈত্রীর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জিহাদ। সভায় সর্বসম্মতিক্রমে ইশা ইসলামকে আহ্বায়ক, মোঃ জিহাদ, জান্নাতুল পুকুনাস, ফাহিম মুনতাসির শান্ত, তানিয়া সুলতানা ঊষা, নিয়ামুল হক চিশতীকে যুগ্ম আহ্বায়ক ও সাইফুল ইসলাম শুভ, হোসাইন ইসলাম জয়, দীপ্ত তনিম, ত্বোয়াসিন হাসান, নাবিলকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট গণসাংস্কৃতিক মৈত্রীর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, সংস্কৃতি হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। গণসাংস্কৃতিক মৈত্রী সুস্থ্য, শুদ্ধ সংস্কৃতি চর্চার মাধ্যমে অপসংস্কৃতি রোধে কাজ করবে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের ধারা অব্যাহত রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। গণসাংস্কৃতিক মৈত্রী মেহনতি মানুষের কথা বলবে, শ্রমজীবী মানুষের কথা বলবে, কৃষকের কথা বলবে।
অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন গণসাংস্কৃতিক মৈত্রীর কর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

1 মন্তব্য

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments