শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজত নেতাসহ গ্রেফতার আরো তিন

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজত নেতাসহ গ্রেফতার আরো তিন

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় হেফাজত ইসলামের সহ-দপ্তর সম্পাদকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়া ও আশুগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের বিশেষ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংসতা চালানোর অভিযোগে জেলা গোয়েন্দা শাখার একটি দল কান্দিপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেফাজত ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলারসহ দপ্তর সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হককে এবং অপর একটি টিম খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হকের মদদপুষ্ট বেড়তলা মাদরাসার সেক্রেটারি মো. আবুল কাশেম ভূঁইয়াকে আশুগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া দুজনই তাণ্ডবে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছে। এছাড়াও আরো একজনকে গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালিয়ে শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত ১৩ জন মারা যায়। এ ঘটনায় দায়ের মোট ৫৬টি মামলায় এখন পর্যন্ত ৫৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments