বুধবার, মে ৮, ২০২৪
হোমজেলাকুমিল্লাআজ 'বেতিয়ারা শহীদ দিবস’।

আজ ‘বেতিয়ারা শহীদ দিবস’।

আজ ‘বেতিয়ারা শহীদ দিবস’।
১৯৭১ সালের ১১ নভেম্বর মুক্তিযুদ্ধের এক ঐতিহাসিক দিন। সেদিন দেশপ্রেম ও আত্মদানের এক অমর অধ্যায় রচিত হয়েছিল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায়।পাকিস্তানি বাহিনীর সাথে ন্যাপ-কমিউনিস্ট পার্টি -ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর কয়েক ঘণ্টা ধরে চলা সম্মুখ সমরে অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে জীবন উৎসর্গ করেন বিশেষ গেরিলা বাহিনীর ৯ জন বীর গেরিলা যোদ্ধা।
বেতিয়ারা যুদ্ধে শহীদ হন সিরাজুম মুনীর, নিজাম উদ্দিন আজাদ, সহিদুল্লাহ সাউদ, মোহম্মদ আব্দুল কাদের, বশিরুল ইসলাম, সফিউল্যা মাস্টার, আব্দুল কাইয়ুম, জহিরুল হক দুদু, আওলাদ হোসেন।
বীর যোদ্ধারা বেতিয়ারার শ্যামল মাটিতে বুকের রক্ত ঢেলে দিয়ে এক অমর বীরত্বপূর্ণ ইতিহাস রচনা করেছিলেন।
বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments