সোমবার, মে ২০, ২০২৪
হোমজেলাব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি 

বর্ণাঢ্য আয়োজনে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস’ পালন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিট। যুদ্ধহীন মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের ৭টি মূলনীতি ও মানবসেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয় ‘বাঁচিয়ে রাখি মানবতা’।ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান মো: বিল্লাল মিয়া। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ ও ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মো বিল্লাল মিয়া বলেন, “প্রতিটি দুর্যোগে আমাদের কর্মী ও স্বেচ্ছাসেবকরা আর্তমানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে, যা রেডক্রিসেন্টকে আরো গতিশীল করছে। মানবতাকে বাঁচিয়ে রাখতে জীন হেনরি ডুনান্টের প্রতিষ্ঠা করা এই সংগঠন আরো অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।” ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুবপ্রধান সাংবাদিক ইফতেয়ার রিফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো: আবু জামাল, রেডক্রিসেন্ট এর সাবেক কার্যকরি সদস্য ও সাবেক যুবপ্রধান সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষক মো আলাউদ্দিন, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো আনছারুল হক, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো আকবর আলী,গভ: মডেল গার্লস হাই স্কুলের সহকারি শিক্ষক সোমা রানী দাস, আনন্দময়ী বালিকা উচ্চ  বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক নার্গিস আক্তার, সাবেক যুবপ্রধান অলি আহাদ রতন, সাহিদুল ইসলাম  অপু, প্রসন্ন দাস প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাগত্য বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উপ পরিচালক পঙ্কজ কুমার সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের উপ যুবপ্রধান ১ ফাহিম মুনতাসির। আলোচনা সভা শেষে কেক কাটা মাধ্যমে ৮মে  আনুষ্ঠানিকতা শেষ হয়। ১৮২৮ সালের ৮ মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন। মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতিবছর তাঁর জন্মদিনটিকে বিশ্ব রেড ক্রস রেড ক্রিসেন্ট দিবস হিসেবে সারাবিশ্বে উদযাপন করা হয়। সে ধারাবাহিকতায় বিশ্বের ১৯১টি দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে পালিত হয় দিবসটি।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments