রবিবার, মে ১৯, ২০২৪
হোমজেলাসৈয়দাবাদে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টার'কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সৈয়দাবাদে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টার’কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

@নাজিফা ইসলাম অধরা:

যুদ্ধকালীন কমান্ডার,কসবা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার,প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কসবা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টার গতকাল রোববার বিকেলে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বাদ যোহর ঐতিহ্যবাহী সৈয়দাবাদ জামিয়া ইউনুছিয়া মাদরাসা মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।নামাজের জানাযায় সর্বস্তরের মানুষ অংশগ্রহন করেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.রাশেদুল কাউসার ভূইয়া জীবন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ভূইয়া বুকুল,ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন,বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ ভূইয়া,বিনাউটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক বীর,অ্যাড.ইকবাল হোসেন ভূইয়া, কসবা প্রেসক্লাবের সভাপতি মো.সোলেমান খান,বিনাউটি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদুল হক প্রমুখ।এসময় পরিবারের পক্ষ থেকে মরহুমের ছেলে রিয়াজুল ইসলাম রাসেল তার বাবার জানাযায় অংশগ্রহনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাবার জন্য দোয়া চেয়েছেন।

নামাজের জানাযার আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিমুল এহসান খান এর নেতৃত্বে পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা মরহুম  সিরাজুল ইসলাম মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করেন এবং দাড়িঁয়ে এক মিনিট নীরবতা পালন করেন।শেষ যাত্রায় শ্রদ্ধা জানিয়ে  মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন কসবা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

জানাযা শেষে মরহুমের নিজ হাতে গড়া বাড়ির সাথে মসজিদুল কোবা জামে মসজিদের সামনে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments